শেরপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু দুস্থ মহিলাদের মাঝে উপহার হিসেবে শাড়ী প্রদান করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) বিকেলে পৌরসভার সভাকক্ষে সনাতন ধর্মাবলম্বী অর্ধশতাধিক নারীদের মাঝে এসব বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন উপহারের এসব শাড়ী তুলেদেন। এসময় পৌর লেডিস ক্লাবের উপদেষ্টা নাসরিন বেগম ফাতেমা, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা লিপি, সহ-সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ও আইরিন পারভীন, শিক্ষা বিষয়ক সম্পাদক সম্পা দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত অর্ধশতাধিক দুস্থ অসহায় হিন্দু নারীসহ অনেকে উপস্থিত ছিলেন।