শেরপুরে সদর উপজেলাসহ সব কয়টি (৫টি) উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিবস উপলক্ষে সমাজসেবার নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে শনিবার (১ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবা অধিদপ্তরের শেরপুরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন, শেরপুর প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অধ্যাপক মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের প্রমুখ।
এসময় জেলা-উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রবীণ ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গনমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সমাজসেবার ২০টি সংগঠনের নেতৃবৃন্দের হাতে অতিথিবৃন্দ ২ লক্ষ ৮১ হাজার টাকার অনুদানের চেক তুলেদেন।