শেরপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন-এর সকল নেতৃবৃন্দের সমন্বয়ে সাংগঠনিক সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের টানা দুইবারের সফল সভাপতি নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেরপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, সহ-সভাপতি ঝিনাইগাতী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীবরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, নির্বাহী সদস্য নকলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন ও ঝিনাইগাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়।