শেরপুর সদর উপজেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত মাঠ পর্যায়ের ২৮ জন স্বাস্থ্য কর্মী ও সিএইচসিপিদের মাঝে ট্যাব ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তার কার্যালয়ের মিলনায়তনে সংক্ষিপ্ত বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এসব ট্যাব ও ল্যাপটপ বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য কর্মী ও সিএইচসিপিদের হাতে ট্যাব ও ল্যাপটপ তুলেদেন।
এসময় শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ডাক্তার ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিগন উপস্থিত ছিলেন।