বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

শেরপুরে স্বাস্থ্য ও প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৭ বার পঠিত

শেরপুর জেলার সদর উপজেলাসহ সব কয়টি (৫টি) উপজেলায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) শেরপুর সদর, নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

‘মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় এই বিশ্ব জলাতঙ্ক দিবসটি পালিত হয়েছে। মেডিকেল অফিসার ডা. মো. আসমাউল ইসলামের সঞ্চালনায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

সিভিল সার্জন ডা. অনুপম ভট্টচার্য্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, শেরপুর বিএমএ’র সভাপতি ডা. মো. আ. বারেক তোতা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, জেলা ট্রেনিং অফিসার ডা. মো. রেজওয়ানুল হক ভূঁইয়া, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মো. নূর আলম মির্ধা, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান প্রমুখ।

সিভিল সার্জন ডা. অনুপম ভট্টচার্য্য জাননা, সাধারণত কুকুর, বিড়াল, বানর, বেজী, শিয়ালের কামড় বা আঁচড়ে জলাতঙ্ক রোগ হয় এবং ছড়ায়। কোন মানুষ এসব প্রাণির কামড়ে আক্রান্ত হলে প্রতিষেধক হিসেবে তাৎক্ষণিক ভ্যাকসিন দেওয়ার পরমর্শদেন তিনি। তবে মানুষকে আরো সচেতন হতে হবে, তাহলেই জলাতঙ্ক রোগ থেকে নিরাপদ থাকা যাবে বলে তিনি মনে করেন।

এসময় শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন, ডা. নাহিদ কামাল কেয়াসহ চিকিৎসক, নার্সসহ শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ও জেলা-উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ডাক্তার ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, জেলার নকলা উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

এসয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফাসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ডাক্তার ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, নকলা প্রেস ক্লাবে নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।