শেরপুরের নকলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে ও আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর জন্মদিন পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা করেছেন। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৮ সেপ্টেম্বর) দোয়া মাহফিল, জন্ম দিনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন।
এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা ইয়াসমিন, গনপদ্দি ইউনিয়নের চেয়ারম্যান শামছুর রহমান আবুল, নকলা ইউপির চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ফারুক, উরফা ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নুরে আলম ভূট্টো, বানেশ্বর্দী ইউপির চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, চরঅষ্টধর ইউনিয়নে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানিসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর ৭৬ তম জন্মদিন পালন উপলক্ষে জন্ম দিনের কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের অন্যান্য সদস্য ও আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কমানা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপজেলায় কর্র্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।