মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজকে বিদায় সংবর্ধনা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র নকলা উপজেলা শাখার কমিটি গঠন কল্পে আলোচনা সভা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শফিকের মরদেহ ৫৯ দিন পর কবর থেকে উত্তোলণ নকলায় গরুচুরি বৃদ্ধিতে আতঙ্কে কৃষক! টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন নকলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জুয়েল মিয়াকে পদায়ন নালিতাবাড়ীতে উইন ২০৭ ধান’র নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নকলা স্ববল প্রজেক্ট’র স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা

আগামী শত দিনে সাত কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করবে শেরপুর জেলা পুলিশ

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯২ বার পঠিত

শেরপুরে আগামি ১০০ (শত) দিনে সাত কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করার কর্ম পরিকল্পানা ঘোষণা করেছে জেলা পুলিশ। শেরপুরে সদ্য যোগদান করা পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান বিপিএম এসব কর্ম পরিকল্পনা ঘোষণা করেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে এসপি তাঁর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে (মিট দ্যা প্রেসে) এসব কর্ম পরিকল্পনা উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন।

সাত কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে মাদক নিয়ন্ত্রণে সর্বাত্মক কার্যক্রম, সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী অপরাধের বিরুদ্ধে কঠোর আবস্থান, স্পেশাল রেসপন্স টিম (এসআরটি) গঠন, ‘টক-টু-এসপি’ সেবা চালু, ‘আপনার এসপি, আপনার কাছে’ কার্যক্রম চালু, পুলিশ বুলেটিন চালু, মামলা তদন্তের বিশেষ টিম গঠন।

নবাগত পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান বিপিএম জানান, ১০০ দিনের এই কর্মসূচি বাস্তবায়নের ফলে জনগণ উপকৃত হলে এই সেবার সময়সীমা আরও বাড়ানো হবে। জনগনকে সঠিক সেবা দানের ক্ষেত্রে জেলা পুলিশের কারো বিরুদ্ধে অভিযোগ পেলে ও তা সত্য প্রমানিত হলে তাৎক্ষণিক পুলিশ সুপারকে অবহিত করার পরামর্শ দেন এসপি কামরুজ্জামান। তবে সেবা সমূহ বাস্তবায়ন করতে পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সহযোগিতা কামনা করেন সদ্য যোগদান করা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। তিনি জাননা, এই সাতটি কর্ম পরিকল্পনা সবার সার্বিক সহযোগিতায় সঠিক ভাবে বাস্তবায়ন করতে পারলে পুলিশং সেবায় শেরপুর হবে মডেল। এসময় শেরপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকগন, জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদক নিয়ন্ত্রণে সর্বাত্মক কার্যক্রমে মাদককে বিরুদ্ধে জিরো টলারেন্সে আনা, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা, সামাজিক আন্দোলন, মাদক নিয়ন্ত্রণে সামজিক ও প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের পুনর্রাসন ও সুপথে ফিরিয়ে আনা ও গণমাধ্যমের আন্তরিক সহযোগিতার প্রত্যাশা।

 

সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী অপরাধের ক্ষেত্রে এই অপরাধ সমূহ নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা, সামাজিক অপরাধের তথ্য সরাসরি এসপি-কে জানানো, সামাজিক অপরাধের বিরুদ্ধে সামাজিক অন্দোলন ও কোন পুলিশ সদস্য এমন কোন অপরাধের সাথে জড়িত থাকার প্রমান পেলে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন।

জেলার প্রতিটি থানায় একটি করে স্পেশাল রেসপন্স টিম (এসআরটি) এগঠন, পুলিশ সুপার কার্যালয়ে ডিবির আরেকটি টিম থাকবে, প্রতিটি টিমে নারী ও পুরুষ সদস্যগন সব সময় সেবা দিবেন। এই টিমে আন্তঃযোগাযোগ থাকবে, প্রয়োজনে সমম্বিলিত অভিযান ও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা।

টক টু এসপি সেবায় জেলা পুলিশ কন্টোলের সাথে সমন্বিত ২৪ ঘন্টার জন্য এসপি অফিসে একটি কল সেন্টার করা। যা জেলা কন্ট্রোলের সাথে সমন্বয় করে সেবা দিবে। সরাসরি এসপির সাথে কথা বলার কল সেন্টারের নম্বর হলো ০১৩২০ ১০৬ ২১৪-২১৫। প্রয়োজনে ডাকযোগ ও অনলাইনে এই সেবা বর্ধিত করা।

আপনার এসপি আপনার কাছে কার্যক্রমটি হবে জবাবদিহি মূলক। এখানে মানুষের সমস্যা শোনা হবে, জনগন কেমন পুলিশং চান তা জানা হবে, এটি হবে উন্মুক্ত ও প্রয়োজনে প্রতিদিন অফিস ডে তে এই সেবা চালু থাকবে।

পুলিশ বুলেটিনটিনের বিষয়ে বলা হয়- পুলিশ বুলেটিনটিন হবে শেরপুর পুলিশের দর্পন। এখানে পুলিশের স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত বুলেটিন প্রকাশ করা হবে এবং জনগনকে বুলেটিনে লিখতে উৎসাহিত করা হবে। পুলিশ বুলেটিনটিনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করা।

মামলা তদন্তে বিশেষ টিম গঠন কার্যক্রমে থাকবে অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি পুলিশ সুপার, মামলা তদন্তে অভিজ্ঞ ওসি, এসআইগন। এই টিমের জেলার প্রতিটি মামলার বিষয়ে দেখভাল করার এখতিয়ারসহ তদন্ত কর্মকর্তাকে সর্বাত্বক সহযোগিতা ও পরামর্শ দেওয়ার এখতিয়ার থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।