শেরপুরের নকলায় প্রাথমিক শাখার উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষিকা, সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি সভাপতি, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী, শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ কর্মচারী ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্তকর্তার নাম প্রকাশ করা হয়।
নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ মোবারক হোসেন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা দিলারা বেগম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা সুবর্না আকন্দ, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম, শ্রেষ্ঠ বিদ্যালয় নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি সভাপতি মুহাম্মদ আইয়ুব খান, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী মো. লোকমান হোসেন, শ্রেষ্ঠ কাব শিক্ষক একেএম সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ কর্মচারী (উপজেলা শিক্ষা অফিস) রুশেদা ইয়াছমিন, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্তকর্তা পার্থ পাল।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোবারক হোসেন তার অর্জিত কৃতিত্ব তার বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ নকলাবাসীর জন্য উৎসর্গ করে বলেন, “প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমি সব সময় চেষ্টা করি নিজের সেরাটা বিলিয়ে দেওয়ার জন্য। আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুননেছা জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা বাছাই কমিটির প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়েছে। বাছাইয়ে সর্বাধিক স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত ঘোষণা করেন উপজেলা বাছাই কমিটির সদস্যবৃন্দ; এমনটাই জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুননেছা।