শেরপুরের নকলায় শারদীয় দুর্গোৎসব যথাযথভাবে পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বণিক অভি ও সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ।
বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার প্রতিটি পূজা মন্ডপে নারীদের সুরক্ষায় বিশেষ নজর রাখার অনুরোধ করার পাশাপাশি দর্শনার্থীদের ভিড় এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পুলিশ বিভাগসহ আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার প্রতি বিশেষ অনুরোধ জানান।
নকলা থানার ওসি মুশফিকুর রহমান জানান, উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তাছাড়া প্রতিটি পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার বাহিনী ও গ্রাম পুলিশগন নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পূজা মন্ডপ এলাকায় ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ রোধে সারা দেশের ন্যায় নকলা উপজেলায় বিশেষ সতর্কতা অবলম্বনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানান।
এসময় উপজেলার প্রতিটি ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দসহ উপদেষ্টা মণ্ডলী, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, পুলিম ও আনসার বিডিবি কর্মকর্তা, হিন্দু ধর্মাবলম্বী গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবারও ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ স্লোগানকে সামনে রেখে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ২২টি মন্ডপ এলাকায় দুর্গোৎসব উদযাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।