শেরপুরের নকলায় কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহামুদুল হাসান মুসাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দিকে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এঁর সভাপতিত্বে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা কৃষি অফিসার ইউএও কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও বিদায়ী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহামুদুল হাসান মুসা ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বক্তাার জানান, বিদায়ী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহামুদুল হাসান মুসা নকলা উপজেলায় কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন কৃষক বান্ধব একজন কর্মকর্তা। তাকে হারিয়ে নকলার কৃষকদের বেশ ক্ষতি হলো বলে তারা জানান।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), উপজেলা কৃষি অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. জসিম উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে জানা গেছে, নকলা উপজেলা কর্মরত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহামুদুল হাসান মুসা-কে কৃষি অধিদপ্তরের মসলার উন্নয়ন জাত ও প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের মনিটরিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।