শেরপুরে স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। এছাড়া দাবা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)-এঁর নির্দেশনায় এবং আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় সারা দেশব্যপী এই প্রতিযোগিতা শুরু হয়েছে।
“হয়ে উঠো আগামীর গ্র্যান্ডমাস্টার’’ এই স্লোগানে দেশের ৬৪টি জেলার বিভিন্ন স্কুলের প্রায় অর্ধলক্ষ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চলমান স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার অংশ হিসেবে শেরপুরে “একটিভ স্কুল চেস চ্যাম্পস” দাবা প্রতিযোগিতা শুরু হলো।
এ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম এর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার দাবা প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ আবু বকর সিদ্দিক-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মুকতাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত, দাবা উপ-কমিটির সম্পাদক সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিগন, খেলোয়াড়, দর্শকবৃন্দ ও ক্রীড়ামোদি অনেকেই।
শেরপুর জেলা পুলিশের সহযোগিতায় এবং শেরপুর জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত এই স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার মাধ্যমে জেলা থেকে আগামী দিনের গ্র্যান্ডমাস্টার তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সবপেশা শ্রেণীর জনগন।
উল্লেখ্য, স্কুল ভিত্তিক দলগত এই দাবা প্রতিযোগিতায় শেরপুর জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩টি দলে ৭৮ জন দাবাড়ু অংশগ্রহণ করছেন।