শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ইউএইচসি)-এর নতুন ও অত্যাধুনিক ডিজিটাল প্যাথলজি কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এই প্যাথলজি কক্ষের ঘোষণা উদ্বোধন করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, অন্যান্য চিকিৎসক, নার্স ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, তাঁর পাঠানো লিখিত চাহিদা মোতাবেক ঢাকা কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি)-তে কর্মরত সহকারী পরিচালক ও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মজিবুর রহমান এঁর আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় উন্নত মানের বেশ কিছু যন্ত্রপাতি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হয়।
বরাদ্দকৃত যন্ত্রপাতি গুলোর মধ্যে হেমাটোলজিক্যাল পরীক্ষা করার জন্য সেল কাউন্টার, বায়োকেমিস্টি পরীক্ষার জন্য সেমি অটো এনালাইজার ও ইলেক্ট্রোলাইট পরীক্ষার জন্য ইলেক্ট্রোলাইট মেশিন উল্লেখযোগ্য।
বরাদ্দকৃত মেশিন সমূহ স্থাপনের জন্য এ্যায়ার কন্ডিশন (এসি) সম্মৃদ্ধ বড় একটি কক্ষের প্রয়োজন, যা হাসপাতালে নেই। এমতাবস্থায় সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য-এঁর নির্দেশনায় বর্তমান প্যাথলজী কক্ষের পাশের ছোট্ট কক্ষটিকে একত্র করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা।
কক্ষে এসি লাগানোর পরে সেল কাউন্টার মেশিন ও সেমি অটো এনালাইজার মেশিন স্থাপন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ইলেক্ট্রোলাইট মেশিনটি স্থাপন করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা।
এসব অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের পরে সেবাদান শুরু করা হলে নকলাবাসীকে সহজে আর রাজধানী ঢাকা, বিভাগীয় শহর ময়মনসিংহ ও জেলা শহর শেরপুরে দৌঁড়াতে হবে না বলে সুশীলজন মনে করছেন। এটি নকলা উপজেলাবাসীর জন্য সুখবর বলে মনে করছেন তারা।