শেরপুরের নকলা উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় নির্বাচিত ১০টি জলাশয় ও সরকারি পুকুরে ৩৩৪ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে ধারন করে এবং “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসব পোনা অবমুক্ত করা হয়।
এসময় ময়মনসিংহ বিভাগের উপপরিচালক ড. মোঃ আফতাব হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. অনিক রহমান, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নকলা ইউপির চেয়ারম্যান উমর ফারুক, উরফা ইউপির চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টু, পাঠাকাটা ইউপির চেয়ারম্যান আব্দুছ সালাম, টালকী ইউপির চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুলসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যানগন, উপজেলা মৎস্য অফিসে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।