শেরপুরের নকলায় উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির পদাধিকারবলে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্য সচিব সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মুহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ কমিটির অনেকে বক্তব্য রাখেন। এসময় কমিটির নির্ধারিত সদস্য তথা উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভাপতি ইউএনও বুলবুল আহমেদ জানান, এই কমিটিতে পদাধিকারবলে স্থানীয় সংসদ সদস্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি প্রধান উপদেষ্টা হিসেবে, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন উপদেষ্টা হিসেবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি হিসেবে ও সহকারী কমিশনার (ভূমি) সদস্য সচিব হিসেবে রয়েছেন।
এছাড়া এই কমিটেতে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, পৌরসভার মেয়ার, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলার উচ্চপদস্থ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। আজকে কমিটির প্রথম এ আলোচনা সভায় নকলা প্রেস ক্লাব ও ইসলামি ফাউন্ডেশনকে কো-অপ্ট সদস্য হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়েছে বলে জানা গেছে।