শেরপুরের নকলায় বৃষ্টিতে জমা ডোবার পানিতে ডুবে আফছিয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) নকলা পৌরসভার জালালপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। আফছিয়া জালালপুর এলাকার ট্রলি চালক আইয়ুব আলীর তৃতীয় সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে আফছিয়া সবার অজান্তে বাড়ির পাশে বৃষ্টিতে জমা ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ডোবার পানিতে ভাসতে দেখে এলাকাবাসী। পরে দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আইয়ুব আলীর স্ত্রী তথা নিহত আফছিয়ার মা শেরপুর জেলা শহরের একটি ক্লিনিকে চতুর্থ সন্তান জন্ম দিয়ে ৩ যাবৎ চিকিৎসাধীন আছেন। চতুর্থ সন্তান জন্ম দিয়ে তৃতীয় সন্তান হারানোর শোকে বার বার মূর্ছা যাচ্ছেন নিহত আফছিয়ার মা। আফছিয়ার মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় জুড়ে চলছে শোকের মাতম।
স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর সবুজ আন্দোলন নকলা উপজেলা শাখার যুগ্ম-সম্পাদক ফরিদ আহমেদ লালন ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন।