শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১ নকলায় পারিবারিক পুষ্টি বাগানের জন্য বীজ সার ও গাছের চারাসহ কৃষি উপকরণ বিতরণ জামাত বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের কারনে সারাদেশে যখন কার্ফিও বিরাজমান, নকলার জনগন তখনো যেন মায়ের কোলে জরুরি ভিত্তিতে নকলা থানায় আবাসিক ভবন দরকার নকলায় বৈষম্যমূলক কোটা সংস্কার দাবিতে ও শিক্ষার্থীর ওপর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন নকলায় উন্নয়ন সহায়তা কর্মসূচির টিউবওয়েল বিতরণ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শ্লোগানের প্রতিবাদে নকলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন এবার শেরপুরকে ঘিরে তৈরি হচ্ছে ইত্যাদি অনুষ্ঠান : সকল কাজ প্রায় শেষ বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নকলায় “মাদককে না বলুন” কর্মসূচি বাস্তবায়নে শপথ গ্রহণ

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র বর্ষপূর্তি উদযাপন

আসাদুজ্জামান সৌরভ:
  • প্রকাশের সময় | বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৩ বার পঠিত

শেরপুরে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ ও সর্বোচ্চ রক্ত সংগ্রহকারী প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা পুরুষ্কার প্রদান করা হয়েছে।

৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের ১১তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সংগঠনটির অস্থায়ী কার্যালয় শেরপুর শহরের নাগপাড়া এলাকায় কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া-এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজুর সঞ্চালনায় এসব অনুষ্ঠান করা হয়।

এসময় রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. শামীম হোসাইনসহ রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন-এর অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ ও সকল সদস্যগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১১তম বর্ষপূর্তিতে বিভিন্ন হাসপাতালের মুমূর্ষু রোগীর জন্য ১১ জন রক্ত সৈনিক স্বেচ্ছায় রক্তদান ১১ ব্যাগ রক্তদান করেন।

অপরদিকে জেলার “রক্তসৈনিক নকলা” শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে রক্তসৈনিক নকলা উপজেলা শাখার সভাপতি ফজলে রাব্বি রাজন-এর সভাপতিত্বে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গননে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনসহ পৌরসভার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। পৌরশাখার আহ্বায়ক রাশেদুল কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রক্তসৈনিক নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মকিব হোসেন মামুন, কার্যকরী সভাপতি আব্দুল্লাহ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন ও আসাদুজ্জামান সৌরভ প্রমুখ।

সবশেষে ২০২১ সালে সর্বোচ্চ রক্ত সংগ্রহকারী প্রতিষ্ঠান হিসেবে এক্টিভ ব্লাড পয়েন্ট-এর পরিচালক এআর গোলাম রসুল আসিফের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় রক্তসৈনিক নকলা উপজেলা শাখার সদস্য বিদ্যুৎ ও সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য, শুভাকাঙ্খীগণ, স্থানীয় গন্যমান্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।