শেরপুর জেলাধীন নকলা উপজেলার ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাব-এর উদ্যোগে দাবা খেলা প্রতিযোগিতা শেষে বিজয়ী খেলোয়াড়সহ অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে নকলা প্রেস ক্লাব-এর অফিস কক্ষে এই দাবা খেলা প্রতিযোগিতা ও এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে আলোচনা সভায় সরাসরি বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য রাইসুল ইসলাম রিফাত এবং ভার্চুয়ালী বক্তব্য রাখেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ ও সদস্য সীমানুর রহমান সুখন প্রমুখ।
খেলা প্রতিযোগিতা ও আলোচনা সভার পরে বিজয়ী খেলোয়াড়সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের হাতে পুরষ্কার হিসেবে দেশ বরেণ্য লেখকের মহামূল্যবান বই তুলে দেওয়া হয়।
এসময় তরুণ দাবাড়ু ও ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ (ডিএইচবি)-এর নকলা উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম তুহিনসহ দাবা খেলা প্রেমী ও স্থানীয় দাবা খেলোয়াড়বৃন্দ ও নকলা প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন আলোচনা সভায় ভার্চুয়ালী অংশ গ্রহন করেন।
প্রতি সপ্তাহের যেকোন সুবিধা জনক দিনে দাবা খেলার এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনসহ নেতৃবৃন্দ।