শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় নকলার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা নকলায় সাংবাকিদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময় সভা নকলায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন নকলা প্রেসক্লাব’র উন্নয়নে তারুণ্যের অর্জনে সর্বসাধারনের আস্থা

নকলায় পরিবেশ বাদী সংগঠন “সবুজ আন্দোলন”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৭ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করাসহ উদ্বুদ্ধকরন সভা, কেক কাটা ও আলোচনা সভা করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নকলা প্রেস ক্লাবের অফিস কক্ষে সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে এক উদ্বুদ্ধকরন সভা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্য ফজলে রাব্বী রাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও ডা. কাউছার আজাদ শুভ্র, সাংগঠনিক সম্পাদক আবু হামযা কনক, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সহ-অর্থ সম্পাদক সেলিম রেজা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য মোশাররফ হোসেন শ্যামল, রেজাউল হাসান সাফিত, সুজন মিয়া ও সিমানুর রহমান সুখন প্রমুখ।

এসময় সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সজিব, সদস্য ও শেরপুর সদর উপজেলা মৎস্যজীবী লীগের উপ-দপ্তর সম্পাদক শিমুল হোসেন শিমুল, সদস্য ও ছাত্রনেতা হুমায়ূন কবীর রাসেল, মাসুদ রানা ও সাব্বির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরে কেক কেটে সবুজ আন্দোলনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চত্তরে রোপনের জন্য বিভিন্ন ফল ও কাঠ গাছের চারা প্রদান করা হয়।

কেন্দ্র কমিটির নির্দেশনা ও জেলা কমিটির পরামর্শ মোতাবেক বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সবুজ আন্দোলন’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় বলে জানান উপজেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসাইন। তিনি এ সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যের উপর আলোচনা করতে গিয়ে বলেন, যেকোন খনিজ জ্বালানি নিদৃষ্ট। ব্যবহারের ফলে কোন একদিন খনিজ জ্বালানি শেষ হয়ে যাবে। তাই খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করা জরুরি, আর এখনই উপযুক্ত সময়।

খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি বাস্তবায়ন করতে পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলনের সাথে সংশ্লিষ্টরা দেশ-বিদেশে নিরলস কাজ করে যাচ্ছেন। তবে এর সুফল ভোগ করতে হলে সকলকে একযুগে কাজ করতে হবে বলে তিনি মনে করেন।

সংগঠনের জেলা ও সকল উপজেলা কমিটি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সবুজ আন্দোলন’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।