শেরপুরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-এর আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে ও ব্যবস্থাপনায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা-এর পরিচালক (প্রচার ও সমন্বয়) মোহা. শিপলু জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম রেজা বক্তব্য রাখেন।
এসময় মো. সুজন তালুকদার, হানিফ সরকার, হুমায়ুন কবিরছাড়াও অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র জেলা প্রতিনিধি সঞ্জীব চন্দ বিল্টু, বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান মুকুল, বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোতালেবসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, জেলা-উপজেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় নারী নেতৃবৃন্দ, স্থানীয় অগণিত মহিলা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।