রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন

জাতীয় পত্রিকার প্রতিনিধিত্ব পেলেন নকলা প্রেসক্লাবের সৌরভ সাফিত সুখন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১২২৯ বার পঠিত

শেরপুর জেলার ঐতিহ্যবাহী ‘নকলা প্রেস ক্লাব’-এর তরুণ সাংবাদিক বস্তনিষ্ঠ লেখক আসাদুজ্জামান সৌরভ, রেজাউল হাসান সাফিত ও সিমানুর রহমান সুখন জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।

সর্বাধিক প্রচারিত ও পঠিত জাতীয় ‘দৈনিক অন্যধারা’ পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে আসাদুজ্জামান সৌরভ, ‘দৈনিক দেশ প্রতিদিন’ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে রেজাউল হাসান সাফিত ও সিমানুর রহমান সুখন নিয়োগ পেয়েছেন জাতীয় ইংরেজী দৈনিক “The Daily Bangladesh Express” পত্রিকার প্রতিনিধি হিসেবে।

‘দৈনিক অন্যধারা’, ‘দৈনিক দেশ প্রতিদিন’“The Daily Bangladesh Express” পত্রিকা সমূহের সম্পাদক ও প্রকাশকগন-এঁর স্বাক্ষরিত নিয়োগ পত্র ও পত্রিকার পরিচয় পত্র নিজ নিজ প্রতিনিধিগনের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

নতুন নিয়োগকৃত তিনজনই এইচএসসি পাশের পরেই পত্রিকায় লেখালেখিতে আগ্রহী হন। তারা ছাত্র জীবন থেকেই বিভিন্ন পত্রিকায় লেখালেখির মনোনিবেশ করেন ও চর্চা শুরু করেন। তারা তিনজনই স্থানীয় ও জাতীয় প্রিন্ট পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পেপারে লেখালেখির পাশাপাশি নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছেন। দেশ ও জাতির কল্যাণে যেকোন খবর সংক্রান্ত বিষয়ে তথ্য আদান-প্রদানে naklapressclub@gmail.com এই ই-মেইল ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন তারা।

ঐতিহ্যবাহী ‘নকলা প্রেস ক্লাব’-এর তরুণ সাংবাদিক বস্তনিষ্ঠ লেখক আসাদুজ্জামান সৌরভ, রেজাউল হাসান সাফিত ও সিমানুর রহমান সুখন বাংলা ও ইংরেজী ভাষায় প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় তাদেরকে নকলা প্রেস ক্লাব নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে শুভেচ্ছাসহ অভিনন্দন জানানো হয়েছে। তাছাড়া নকলা উপজেলাসহ বিভিন্ন এলাকার সাংবাদিক ও সুশীলজন তাদের নিজ নিজ ফেইসবুক টাইম লাইনে এই তিন তরুণ সাংবাদিককে শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন এবং নিয়োগকৃত পত্রিকা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নতুন নিয়োগ প্রাপ্ত পত্রিকার প্রতিনিধি হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে আসাদুজ্জামান সৌরভ, রেজাউল হাসান সাফিত ও সিমানুর রহমান সুখন তাদের সহকর্মীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে তাদেরকে জেলা ও উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়ায় নিজ নিজ নিয়োগপ্রাপ্ত পত্রিকা পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।