শেরপুরের নকলায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ আলোচ্যসূচি উপস্থাপন পূর্বক স্বাগত বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মাহামুদুল হাসান মুসা, সার ও বীজ ডিলার সমিতির সভাপতি মো. আমিনুল হক, ডিলার ও উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. গোলাম হাফিজ সোহেল, টালকি ইউপির চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল প্রমুখ।
এসময় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকার সার ডিলারবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।