বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুল ও গাছের চারা বিক্রি করে বছরে সঞ্চয় লাখ টাকা নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন

নকলায় ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৮০৪ বার পঠিত

শেরপুরের নকলায় ট্রাকচাপায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে ঢাকা-শেরপুর মহাসড়কের সাব-রেজিস্টার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কলাপাড়া গ্রামের হানিফ উদ্দিন (৪২) ও তার ছেলে পিয়াস হাসান (১১)। হানিফ উদ্দিন পেশায় একজন কৃষক এবং পিয়াস হাসান নকলা শহরের রইছ উদ্দিন একাডেমীর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলো। বাবা-ছেলের একসাথে নিহতের ঘটনায় এলাকায় বইছে শোকের মাতম।

নিহতের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে ছেলে পিয়াস হাসানকে নকলা শহরের রইছ উদ্দিন একাডেমীতে পৌঁছে দিতে সাইকেল চালিয়ে যাওয়ার পথে নকলা সাব-রেজিস্টার অফিসের সামনে গেলে একটি পণ্যবাহী ট্রাক তাদেরকে চাপা দেয়। পরে স্থানীয় তাদেরকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হানিফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং ছেলে পিয়াসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চিকিৎসকগন জানান, হাসপাতালে আনার আগেই পিয়াস হাসান মারা গেছে।

রইছ উদ্দিন একাডেমীর প্রধান শিক্ষক সুহেল রানা জানান, পিয়াস হাসান পঞ্চম শ্রেণীর একজন মেধাবী শিক্ষার্থী ছিলো। সে রইছ উদ্দিন একাডেমীর একজন নম্র-ভদ্র ও শান্ত প্রকৃতির শিক্ষার্থী ছিলো।

রইছ উদ্দিন একাডেমীর অবৈতনিত শিক্ষক তৌফিক হোসেন দ্বীপক জানান, পিয়াস সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের কাছে অতিপ্রিয় ও আদরের ছিলো। তাকে আমরা কেউ কোন দিন ঝগড়া বিবাধ করতে দেখিনি; এমনকি কারও সাথে উচ্চস্বরে কথা বলতেও কেউ দেখেনি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, এরইমধ্যে ঘাতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে ওসি মুশফিকুর রহমান জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।