বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ২১ আগস্ট পালিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২১৭ বার পঠিত

শেরপুরের নকলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গ্রেনেড হামলা দিবস (২১ আগস্ট) পালিত হয়েছে। তাছাড়া গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

এউপলক্ষে রবিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন এবং প্রধান বক্তা হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বক্তব্য রাখেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, সহ-সভাপতি মফিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।এছাড়া আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউপির সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান সোজা, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল হক হীরা, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত কুমার ধর সুভাষ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা জাহাঙ্গীর বুলবুল, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্র ধর, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামযা কনক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি আলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও পৌর ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম খোকন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. রাজীব হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. মোস্তাফিজুর রহমান সবুজ, মহিলা বিষয়ক সম্পাদক নকসি আনিস, কৃষি বিষয়ক সম্পাদক সামস সুমন, সদস্য রাইসুল আলম বুলবুল, উরফা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুকন উদ্দিন, গৌড়দ্বার ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর রউফ শিবলু, পাঠাকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গ্রেনেড হামলায় আহতদের সুস্থ্যতার সহিত দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক শফিকুল ইসলাম দুলাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগন ও বিভিন্ন পেশাশ্রেণীর অগণিত জনগন উপস্থিত ছিলেন।

এর আগে (২১ আগস্ট সকালে) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলণ করা হয়। পরে নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

 

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।