শেরপুর জেলার নকলা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ উপজেলা পর্যায়ে (মাদ্রাসা) বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে, এই মাদ্রাসার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিন শিক্ষার্থী প্রথম পুরস্কার বিজয়ী হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম রিতা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদ্রাসা) প্রধান মাওলানা মো. শহিদুল ইসলাম, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (মাদ্রাসা) মাওলানা মো. ফজলুল করিম, শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাদ্রাসা) জান্নাতুল ফেরদৌসী মলি-কে এ সংবর্ধনা দেওয়া হয়।
তাছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় “ক” গ্রুপে হামদ/নাত-এ প্রথম পুরস্কার বিজয়ী রুবি, “খ” গ্রুপে হামদ/নাত-এ প্রথম পুরস্কার বিজয়ী মৌসুমী আক্তার ও “ক” গ্রুপে কেরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার নুসরাত এই তিনজনকেও সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৬ আগস্ট) বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদ্য বিদায়ী সহকারী শিক্ষক মাহবুব হোসাইন রূপমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম রিতা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বানেশ্বরদী ইউপির চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বিরিচর রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মো. রেজাউল করিম প্রমুখ।
এসময় বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সহসভাপতি ও ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার কার্যকরী সদস্য ও নকলা প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, ফাহমিদা আহম্মেদ তনু, সহকারী মৌলভী মাওলানা ফুলেছা বেগম, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ, অভিভাবকগন, স্থানীয় শিক্ষানুরাগী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।