শেরপুরের নকলায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে নকলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচি গুলোর মধ্যে সোমবার (১৫ আগস্ট) সকালে জাতীয় পতাকা উত্তোলণ, উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল ছিলো উল্লেখ্যযোগ্য।
প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর নেতৃত্বে, সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) খন্দকার জসিম উদ্দিন মিন্টু দিকনির্দেশনায় ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর পরামর্শক্রমে কর্মসূচি সমূহ সুষ্ঠু ভাবে বাস্তবায়ন করা হয়।
এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবটির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসাইন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সদস্য আব্দুুর রফিক, সীমানুর রহমান সুখন ও রাইসুল ইসলাম রিফাত, ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকা উত্তোলণ, উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ বিভাগের কর্মকর্তা ও সদস্যগন, পৌরসভায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী; উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ও উপজেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।