শেরপুরের নকলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ তালুকদার-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ গোলাম মোস্তফা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিন, নকলা থানার ওসি (তদন্ত) ইসকান্দার হাবিব ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত দু:স্থ, বিধবা ও স্বামী পরিত্যাক্তা ৭ নারীর মাঝে সেলাই মেশিন ও ৫ জনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তা, শিক্ষা বিষয়ক সম্পাদক আলতাব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, বিএডিসি হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. শহীদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন সরকার বাবু, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তাগন, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।