শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে খালেদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা ও পুকুরের পানিতে ডুবে রুবেল মিয়া (২০) নামের এক যুবক মারা গেছেন।
শনিবার (৬আগস্ট) রাত ৯টার দিকে খালেদা বেগম ব্যাটারি চালিত অটোর চার্জারের তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান। সে উপজেলার ধুকুরিয়া এলাকার নজরুল ইসলামের স্ত্রী। রুবেল মিয়া উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা পূর্বপাড়া এলাকার জব্বার আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে থেকে রুবেল মিয়া নিখোঁজ ছিলো। এদিন সন্ধায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। রুবেল মৃগি রোগী ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
অপরদিকে, নিহত খালেদার পরিবারের লোকজনের ধারনা অটোর চার্জারের তারটি পূর্ব থেকেই বিদ্যুতায়িত ছিল। নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।