বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন শ্রীবরদীতে যুব অধিকার পরিষদের ইউনিয়ন শাখার কমিটি গঠন: আহবায়ক মনজুরুল, সদস্য সচিব জাহিদ নকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা শেরপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতা মূলক সভা

নকলা প্রেস ক্লাব’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৪৪৫ বার পঠিত

শেরপুর জেলার ঐতিহ্যবাহী “নকলা প্রেস ক্লাব”এর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু।

এ উপলক্ষ্যে ২৯ জুন রাত ৯টার সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় প্রেস ক্লাবের অফিস কক্ষে ক্লাবটির সভাপতি হজ্জ গমনে আগ্রহী মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি মো. মোশারফ হোসাইন হজ্জ ব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকা অবস্থায় প্রেস ক্লাবটির গঠনতন্ত্র মোতাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন মর্মে উপস্থিত সকলকে অবগত করা হয়। পরে পবিত্র হজ্জ গমনে আগ্রহী ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন খন্দকার জসিম উদ্দিন মিন্টুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব বুঝিয়ে দেন।

এসময় প্রেস ক্লাবের সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম-সম্পাদক নাসির উদ্দীন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসাইন, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) আব্দুল্লাহ আল-আমিন, সদস্য রেজাউল হাসান সাফিত, মোশাররফ হোসেন শ্যামল, সুজন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ, অতিথি হিসেবে চ্যানেল ২৪ এর শেরপুর প্রতিনিধি ইমরান হাসান রাব্বী, ডিবিসি নিউজ এর শেরপুর প্রতিনিধি জুবায়ের হোসেন দ্বীপ, এস.কে নেট ওয়ার্কের সত্বাধিকারী খাইরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন জানান, পবিত্র হজ্জ ব্রত পালনের লক্ষ্যে আগামী পহেলা জুলাই (শুক্রবার) সকাল ১০ টার সময় নকলা ত্যাগ করবেন এবং ২ জুলাই (শনিবার) সকাল ৫ টার সময় রাজধানী ঢাকার শাহজালাল বিমান বন্দর থেকে মক্কার উদ্দেশ্যে চলে যাবেন। এমতাবস্থায় পহেলা জুলাই (শুক্রবার) হতে সংগঠনের উন্নয়ন মূলক সকল কাজকর্মে ও বিভিন্ন অনুষ্ঠানে সভাপতি মো. মোশারফ হোসাইনের অনুপস্থিতে সংগঠনটির গঠনতন্ত্র মোতাবেক সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন হজ্জ ব্রত পালন শেষে ফিরে এসে তার সুবিধামতো দিন-তারিখে (সম্ভাব্য ১৫ আগস্ট) ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু-এর নিকট সভাপতির দায়িত্ব বুঝে নিবেন এবং সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু পুনরায় তার স্ব-পদ (সহ-সভাপতি) অলংকৃত করবেন।

দায়িত্ব হস্তান্তর সংক্রান্ত ও বিবিধ আলোচনা শেষে হজ্জ গমনে আগ্রহী ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তাছাড়া ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাবের সুনাম অক্ষুন্ন রাখতে ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টুকে সার্বিক সহযোগিতা করার জন্য সকল সাংবাদিকদের বিনীত অনুরোধ জানান তিনি। সবশেষে ছহি-সুদ্ধ ভাবে হজ্জ ব্রত পালনের জন্য সকলের কাছে দোয়া প্রর্থনা করেন পবিত্র হজ্জ গমনে আগ্রহী মো. মোশারফ হোসাইন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।