শেরপুরের নকলা পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের সম্ভাব্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার মিলনায়তনে পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্ভাব্য বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব মনিরুল ইসলাম।
পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন নকলা পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বৎসরের জন্য ৫৭ কোটি ৩৩ লক্ষ ১৬ হাজার ৯০৪ টাকার প্রস্তাবিত খসড়া বাজেট ঘোষণা করেন। এ বাজেটে ৯ কোটি ৭৫ লক্ষ ৪০ হাজার ১৯৭ টাকা সম্বলিত রাজস্ব, ৪৬ কোটি ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৩ টাকা ব্যয় সম্বলিত উন্নয়ন বাজেট ও ১ কোটি ৫৫ লক্ষ ৪০ হাজার ৫৪ টাকা মূলধনসহ মোট ৫৭ কোটি ৩৩ লক্ষ ১৬ হাজার ৯০৪ প্রস্তাবিত খসড়া বাজেট উপস্থাপন করা হয়। আয়ের খাতে রাজস্ব হতে, উন্নয়ন খাত হতে ও মূলধন হতে এবং ব্যায়ের খাতেও রাজস্ব হতে, উন্নয়ন খাত হতে ও মূলধন হতে ব্যয় করা হবে বলে সম্ভাব্য বাজেটে আশা করা হয়েছে।
এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম হাফিজ সোহেল, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদুৎ, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও নকলা ডিভেটিং সোসাইটির আহবায়ক আলমগীর আজাদ ও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ইন্দ্রজিত ধর সুভাষসহ অন্যান্য নেতৃবৃন্দ, পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, নকলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য মাহবুবরর রহমান, আব্দুুর রফিক, সীমানুর রহমান সুখনসহ অন্যান্য নেতৃবৃন্দ, পৌর পরিষদের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. সুফিয়া বেগম, জমিলা বেগম ও মোছা. সুফিয়া বেগম; সাধারণ কাউন্সিলর সারোয়ার আলম, জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, ফরিদ আহম্মেদ লালন, তোতা মিয়া, জিয়াউল হক, ইয়াদ আলী, রফিকুল ইসলাম ও ইন্তাজ আলী, পৌরসভার হিসাব রক্ষক ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায় কারী মোশাররফ হোসেন, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় জনগণ, সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ইমাম-মোয়াজ্জেম ও স্থানীয় সাংবাদিকগনসহ সুধিজনরা উপস্থিত ছিলেন।