রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নকলা বিএডিসি হিমাগারে বাকৃবি’র হর্টিকালচার বিভাগের শিক্ষার্থীদের একদিন কর্মসম্পাদন ফলাফলে সারাদেশের মধ্যে ময়মনসিংহ পলিটেকনিক ১ম ও শেরপুর পলিটেকনিক ৭ম ফেনীতে বন্যাদূর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন নকলায় ভ্যানগাড়ীর চাপায় শিশু নিহত শেরপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে ডপস শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষা উপকরণ বিতরণ নকলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে ডপস শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষা উপকরণ বিতরণ নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নকলায় বন্যা কবলিত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১০৪ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় বন্যা কবলিত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যা কবলিত পরিবারের মাঝে শুকনো খাবারসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।

সোমবার দিনব্যাপী উরফা ইউনিয়নে বন্যা কবলিত পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়। খাদ্য প্যাকেজের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

বন্যা কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. তারিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্র্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, টানা বর্ষণ ও সীমান্তের পাহাড়ি ঢলের পানিতে শেরপুর জেলার নকলা উপজেলার ৮টি ইউনিয়নের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ইতিমধ্যে উপজেলায় বন্যা কবলিত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যা কবলিত অন্যান্য মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশে প্রায় প্রতি বছরই বন্যা হয়। তবে এবারের বন্যা অধিক বিধ্বংসী ও দীর্ঘায়িত। শেরপুরের মতো দেশের বিভিন্ন জেলার অনেক অতি দরিদ্র মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বন্যা কবলিতদের জন্য নয়, সব অসহায় মানুষের পাশে রয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় জেলা ও উপজেলা প্রশাসন ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।” এরই ধারাবাহিকতায় শেরপুর জেলার সকল উপজেলায় বন্যা কবলিত ও দরিদ্র দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে শেরপুর জেলা ও সকল উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।