শেরপুরের নকলায় বজ্রপাতে শওকত আলী (২৫) নামে সরকারি চতুর্থ শ্রেণীর এক কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) রাত পৌণে এগারোটার দিকে এ ঘটনাটি ঘটে।
শওকত আলী নকলা পৌরসভার কায়দা এলাকার মৃত আব্দুল খালেকের মেঝো ছেলে এবং কায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসসহায়ক হিসেবে কর্মরত ছিলেন। নিহত শওকত আলী ৩ বছর বয়সী এক মেয়ে সন্তানের জনক ছিলেন।
জানা গেছে, রাত ১০টা থেকে মুষলধারে বৃষ্টিতে তার পুকুরের পানি বেড়ে যাওয়ায়, ছোট ভাই মেহেদী হাসানকে সাথে নিয়ে পুকুরের পাড় মেরামতের জন্য যায়। এমন সময় বজ্রপাত ঘটে, এতে শওকত আলী গুরুতর আহত হলে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুন) শওকত আলীর মরহুম বড় ভাইয়ের মৃতের চল্লিশ দিন অতিক্রম হওয়ায় বাদ জুমা মিলাদ মাহফিলের প্রস্তুতি চলছিলো। এমন মুহূর্তে আরেক ভাইকে হারিয়ে দিশেহারা ছোট ভাই মেহেদী হাসান। শওকত আলীর মৃত্যুতে নিহতের পরিবারসহ এলাকায় চলছে শোকের মাতম।