বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

নালিতাবাড়ীতে ৪২ কেজিতে মণ! প্রতিবাদে কৃষকের মানববন্ধন

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩০৬ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে প্রতি মণ হিসেবে করা হচ্ছে ৪২ কেজিতে। ৪০ কেজিতে মণের স্থলে ৪২ কেজি করে নেওয়ায় ধান ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে মানব বন্ধন করেছে ভুক্তভোগী কৃষক ও কৃষক উন্নয়ন ফোরাম। বুধবার দুপুরে কৃষক উন্নয়ন ফোরামের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কৃষক উন্নয়ন ফোরামের সভাপতি মাহমুদুল আহসান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ আবুল হাসনাত সম্রাট, সংগঠনটির নেতা পিয়ার হোসেন পলাশ ও আব্দুল আজিজ প্রমুখ।

মানব বন্ধন শেষে বিক্ষুব্ধ কৃষকরা শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে নির্ধারিত ৪০ কেজিতে ধান কেনা-বেচা ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থার দাবী জানান। তাছাড়া কৃষকদের পক্ষে সংগঠনটি ধানের সঠিক পরিমাপে ক্রয় করার দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।