শেরপুর জেলার নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল স্তরের ক্বারী শিক্ষক ক্বারী কাজিমদ্দীনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ৪ জুন (শনিবার) বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাদারাসা পরিচালনা পরিষদের সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাক ও বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত ও অভিভাবক প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার।
মাদ্রসার সহকারী শিক্ষক মাহবুব হোসাইন রূপমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- অবসর জনিত বিদায়ী ক্বারী শিক্ষক কাজীমদ্দিন, বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রবাষক মাওলানা রেজাউল করিম, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী ফজলুল করিম, শিক্ষার্থী নুসরাত জাহান, রুবি বেগম ও মৌসুমি খাতুন প্রমুখ।
সবশেষে বিদায়ী ক্বারী শিক্ষক ক্বারী কাজিমদ্দীন-এর হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলেদেওয়া হয়। এসময় অধ্যাপক তাসলিমা বেগমের ছোট বোন তাছরিনা বেগম ও তাছরিনা বেগমের স্বামী এ.জেড আজাদ, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, ফাহমিদা আহম্মেদ তনু, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ, অভিভাবকগন, স্থানীয় শিক্ষানুরাগী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।