জনসেবা করতে হলে আল্লাহর রহমতের পাশাপাশি আগে বড় মনের অধিকারী হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শেরপুর-২ (নকালা-নালিতাবাড়ী) আসনের সাংসদ সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।
বৃহস্পতিবার (২ জুন) শেরপুরের নকলা উপজেলার দিশারী উচ্চ বিদ্যালয় মাঠে নিজের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার স্বরূপ নগদ অর্থ সহায়তা, সৌরবাতি ও টেবিল ফ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী এমপি এ মন্তব্য করেন।
তিনি বলেন, স্বাধীন বাংলার রূপকার বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর স্বপ্নের সোনার বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হাত ধরে আজ বিশ্ব দরবারে শিক্ষাসহ বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে রুল মডেলে পরিণত হয়েছে। আমরা আজ খাদ্যসহ অনেক কিছুতেই স্বয়ংসম্পূর্ণ। তবে কেউ কেউ আওয়ামী লীগ সরকারের এই উন্নয়ন দেখে হিংসায় অনেক কিছু বলা বলি করে। এমনসব লোকদের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহর রহমতে আমাদের দেশে কোন সম্পদের কমতি নেই। দেশ পরিচালনা করতে গিয়ে এসব সম্পদ নিজেরা লুটেপুটে খাওয়ার চেয়ে মানব সেবায় ব্যয় করা দরকার। তবে মানব সেবা করতে হলে আল্লাহর রহমতের পাশাপাশি বড় মন থাকা জরুরি। তাই দেশ ও জাতির উন্নয়নে আওয়ামী লীগ সরকার যা করে যাচ্ছে, তাদেখে হিংসায় জনবিচ্ছিন্ন না থেকে ও বাজে সমালোচনা না করে উন্নয়ন মূলক সকল কাজে সমর্থন দিয়ে সহযোগিতার মনোভাব নিয়ে জনগনের পাশে থাকার পরামর্শদেন মতিয়া চৌধুরী এমপি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বানেশ্বরদী ইউপির চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমানের দেওয়া তথ্য মতে, উপজেলার প্রাথমিক স্তরের ১৪৩টি স্কুল-মাদ্রাসার তৃতীয় শ্রেণীর সেরা ১৫ জনের মাঝে একটি করে মোট ২ হাজার ১৪৫ টেবিল ফ্যান, চতুর্থ শ্রেণীর সেরা ১০ শিক্ষার্থীর মাঝে একটি করে মোট ১ হাজার ৪৩০টি সৌরবাতি এবং মাধ্যমিক স্তরের ৪৯টি স্কুল-মাদ্রাসার ৪৯০ জন এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার স্বরূপ নগদ ১,০০০ টাকা করে মোট ৪ লাখ ৯০ হাজার টাকা বিতরণ করেন কৃষি মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শেরপুর-২ (নকালা-নালিতাবাড়ী) আসনের সাংসদ সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।