শেরপুরের নকলায় মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে মেয়ে শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে (মঙ্গলবার) দুপুরের দিকে উপজেলার চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় ও নকলা ব্র্যাক ওয়াশ কর্মসূচী’র আয়োজনে র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়।
২০৩০ সালের মধ্যে ‘মাসিক’ কে মেয়েদের জীবনের একটি স্বাভাবিক বিষয়ে পরিণত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ-এ শ্লোগানকে সামনে নিয়ে র্যালিটি চন্দ্রকোনা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ওয়াহিদ মুরাদ-এর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক ওয়াশ কর্মসূচীর এরিয়া সুপারভাইজার এরশাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশীদ, চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীন, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রোমমানআরা জান্নাত, ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজু সাইদ সিদ্দিকী, চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও নকলা প্রেস ক্লাবের সদস্য মাহবুবর রহমান প্রমুখ।
এসময় চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, মেয়ে শিক্ষার্থী, অভিভাবক, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর কর্মকর্তা-কর্মচারী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।