শেরপুরের নকলায় কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি-এঁর সাথে নতুন জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার সৌজন্য স্বাক্ষাত পরবর্তী ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (৩১ মে) রাতে নকলা পৌর শহরে এ সৌজন্য স্বাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবীর রোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লালসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।