শেরপুরের নকলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সাহেলা আক্তারকে শেরপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ-এঁর স্থাভিসিক্ত হলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদকে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সাহেলা আক্তারকে শেরপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নবাগত জেলা প্রশাসক সাহেলা আক্তার যোগদানের পরে সোমবার (৩০ মে) প্রথম বারের মতো নকলা উপজেলায় হাজির হলে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ বিভাগ ও অফিসার্স ক্লাবসহ বিভিন্ন দপ্তর ও সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।