শেরপুরের নকলায় আলোর পথের সন্ধানে শ্লোগানে ‘আমাদের পাঠাগার’ নামে একটি গণপাঠাগার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মে) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরের একটি দ্বিতল ভবনে এ পাঠাগার স্থাপন করে তা উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলার শিক্ষানুরাগী তারুণদের উদ্যোগে ও পাঠাগার স্থাপন কমিটির আয়োজনে নকলা পাঠাগার ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও ঝাকঝমক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পাঠাগারটির শুভ উদ্বোধন করেন।
উপজেলা একমাত্র ইংরেজী মাধ্যমে পরিচালিত বিদ্যাপীঠ ‘পাঠশালা’ এর পরিচালক তৌহিদুল আলম রাসেল-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম-সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, সরকারি হাজী জাল মামুদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য সিমানুর রহমান সুখন ও রাইসুল ইসলাম রিফাত, ছাত্রলীগ নেতা বাব্বীনুর রহমান জুয়েল, কামরান হাসান রাব্বি, অনিক কুমার রায় জয়সহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন, স্থনীয় শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।