শেরপুরের নকলায় ইউনিসেফ-এর সহযোগিতায় দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর জেলা সমন্বয়ক জাহিদুল খান সৌরভ’র সভাপতিত্বে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ছামিউল হক মুক্তা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ, সমাজ সেবক খলিলুর রহমান, পৌর কাউন্সিলর তোতা মিয়া ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন।
এছাড়া দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর স্বেচ্ছাসেবক আফরিন আন্না’র সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসনে সরকার বাবু, প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের সত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন আহমেদ ও সাংবাদিক ইউসুফ আলী মন্ডল প্রমুখ।
এসময় দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর শেরপুর জেলা ইনফরমেশন সার্ভিস প্রভাইডার সাঈদ ইমন, এনজিও আশা’র শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আলেয়া বেগম, ব্যবসায়ী মমিনুল ইসলাম সুমন, কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. অলিউল্লাহ, দারুল উলুম মাদ্রাসার মোহতামিম আনসারুল্লা তারা মিয়া, প্রভাষক সানজিদা আক্তার, শিক্ষক হারুনুর রশিদ, ইউডিসি সেলিম রেজা, রক্তসৈনিক বাংলাদেশ নকলা উপজেলা শাখার সভাপতি ফজলে রাব্বী রাজন, মানবাধিকার সংস্থা আমাদের আইন’র সাধারণ সম্পাদক মকিব হোসেন মামুন, উপসহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন, সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নূর হোসেন, প্রবীন প্রতিবন্ধী হিতৈষী সংস্থার সভাপতি আসাদুজ্জামান সৌরভ, শিক্ষক সিমা বেগম ও মোশারফ হোসেন, উপজেলা বেতার শ্রুতা সংঘের সভাপতি সিমানুর রহমান সুখন, গণমাধ্যমকর্মী আব্দুর রফিক, শফিউজ্জামান রানা, শফিউল আলম লাভলু, দেলোয়ার হোসেন, নাহিদুল ইসলাম রিজন ও আব্দুল মোত্তালেব সেলিম, দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর স্বেচ্ছাসেবক মোকছেদুল মমিন, জান্নাতুল নাঈম, স্থানীয় স্বেচ্ছাসেবক আফরোজা জাহান, তাইব হাসান, সাজ্জাদ হোসেন, রাজু মিয়া, হাসান মিয়া ও লিমন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।