মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

নকলায় ড. এম এ ওয়াজেদ মিয়া’র মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩৭১ বার পঠিত

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন পরমাণু বিজ্ঞানী, বাাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জেষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বামী ড. এম.এ ওয়াজেদ মিয়া (সুধা মিয়া)’র মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে শেরপুরের নকলায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মে) রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নকলা প্রেস ক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সহ-সভাপতি মো. মনসুর আলী’র সভাপতিত্বে এই সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মাহবুবুর রহমান বিদ্যুৎ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা ইউনিটের সভাপতি সুলতানা হোসনে জাহান রত্না, উপজেলা শাখার অন্যতম সদস্য অধ্যক্ষ মো. লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী উৎপল, দপ্তর সম্পাদক মো. খোরশেদ আলম শ্যামল, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন প্রমুখ।

সভা শেষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র প্রতিষ্ঠাতা ড. এম.এ ওয়াজেদ মিয়া-এঁর রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

এসময় এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনসের সত্ত্বাধিকারী মো. খায়রুল ইসলামসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।