বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন পরমাণু বিজ্ঞানী, বাাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জেষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বামী ড. এম.এ ওয়াজেদ মিয়া (সুধা মিয়া)’র মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে শেরপুরের নকলায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মে) রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নকলা প্রেস ক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সহ-সভাপতি মো. মনসুর আলী’র সভাপতিত্বে এই সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মাহবুবুর রহমান বিদ্যুৎ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা ইউনিটের সভাপতি সুলতানা হোসনে জাহান রত্না, উপজেলা শাখার অন্যতম সদস্য অধ্যক্ষ মো. লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী উৎপল, দপ্তর সম্পাদক মো. খোরশেদ আলম শ্যামল, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন প্রমুখ।
সভা শেষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র প্রতিষ্ঠাতা ড. এম.এ ওয়াজেদ মিয়া-এঁর রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
এসময় এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনসের সত্ত্বাধিকারী মো. খায়রুল ইসলামসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।