বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

নকলায় ব্যক্তি উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে দলীয় ইফতারের প্রস্তুতি

সেলিম রেজা, নকলা (শেরপুর):
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৫৯৬ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আব্দুস ছালাম-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে এ অনুষ্ঠানে পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিলের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৈয়াকুড়ি কান্দাপাড়া এলাকার রেজাউল করিম (চুন্নু)-এর বাসভবনে এ প্রস্তুতি মূলক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পাঠাকাটা ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আব্দুস ছালাম-এর সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা ও ইফতার মাহফিলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সামছল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক রাজিব হাসান, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমাছ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, হাতেম আলী, আব্দুল মোতালেব, আলহাজ্ব রইজ উদ্দিন মাস্টার ও আব্দুল মান্নান দুলাল; ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ফখরুল আলম, বকুল মিয়া, ফরহাদ হোসেন, মুকুল হোসেন ও আব্দুস ছুবহানসহ অন্যান্য সদস্যবৃন্দ, নকলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা, ইউপি সদস্য রুবেল উদ্দিন, আনারুল ইসলাম, আদম শফিক, হামিদুল ইসলাম, বাজু মিয়া, মাফিজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, আমজাদ আলী ও ওবায়দুল হক; সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আছমা খাতুন, ছালেহা খাতুন ও সুলতানা রাজিয়া সম্পা; স্থানীয় সমাজ সেবক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ কর্মী লিজন মিয়াসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল (মঙ্গলবার) পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে; ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল (শনিবার) কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল (বুধবার) পাঁচকাহুনিয়া এলাকার গাদুর মোড় মাদ্রাসা মাঠে।

উক্ত ইফতার ও দোয়া মাহফিল সমূহে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন পাঠাকাটা ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আব্দুস ছালাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেন।

আলোচনা সভার পরে তথা ইফতারের পূর্ব মুহুর্তে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এবং আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সফল কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি সমগ্র মুসললিম জাহানের শান্তি কামনায় এবং দেশ ও জাতির মঙ্গলে উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. ইমান আলী।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।