শেরপুরের নকলায় ব্রহ্মপুত্রনদ দিয়ে গরু পারাপার করার সময় পানিতে ডুবে শফিক মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ এপ্রিল) দুপুরের দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
নিহত শফিক মিয়া উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা দক্ষিণ পাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে ও ৩ সন্তানের জনক ছিলেন।
জানা গেছে, শফিক মিয়া প্রতিদিনের মতো বুধবার দুপুরে গরুকে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে গরুর লেজ ধরে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিলো। হঠাৎ লেজ থেকে হাত ফসকে সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। এলাকাবাসী তাকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে এলাকাবাসী পানির নিচ থেকে তার নিথরদেহ উদ্ধার করেন। পরে এলাকাবাসী শফিক মিয়াকে অজ্ঞান অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মেল হোসেন রাজীব ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।