মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেরপুরের নকলায় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সেন্তোষ আইটি টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এই খেলায় সেন্তোষ আইটি টিম টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ওভারে ১১৭ রান করে। জবাবে ইলিভেন স্টার জয়ের লক্ষে মাঠে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ৮০ রান করে। এতে সেন্তোষ আইটি টিম ৩৮ রানে জয়লাভ করে।
ক্রীড়ামোদী তৌহিদুল আলম রাসেলের সঞ্চালনায় এ ফাইনাল খেলাটি পরিচালনা করেন এম.এফ জামান ফারুক ও আহাসানুল হক পাপ্পু। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন সেন্তোষ আইটি টিমের সজিব হাসান এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ইলিভেন স্টার টিমের মোহন মিয়া।
নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শেষে এক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন বোরহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর তোতা মিয়া প্রমুখ।
সবশেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কসহ দলের অন্যান্য খেলোয়াড়দের হাতে ৩২ ইঞ্চি এলইডি নতুন টেলিভিশন, রানার্সআপ দলের অধিনায়কসহ দলের অন্যান্য খেলোয়াড়দের হাতে ২৪ ইঞ্চি এলইডি নতুন টেলিভিশন তুলে দেওয়া হয়। এছাড়া ম্যান অব দ্যা টুর্নামেন্ট, ম্যান অব দ্যা ম্যাচ খেলোয়াড়দ্বয়সহ দুই দলের সকল খেলোয়াড়দের মাঝে মেডেল প্রদান করা হয়।
খেলার আয়োজক হিসেবে গুরুদায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান মিলন, শাহাদাত সজল, মো. হাসান, শাহারিয়া পারভেজ হিমেল ও মমিনুল ইসলামসহ এলাকার অনেক তরুণ ক্রীড়ামোদী।
‘মাদক ছেড়ে খেলতে চল, খেলায় আছে অনেক বল’-এ স্লোগানকে সামনে রেখে ২৫ ফেব্রুয়ারি নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। এই টুর্নামেন্টে উপজেলার ১২টি দল অংশগ্রহণ করে।