মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজকে বিদায় সংবর্ধনা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র নকলা উপজেলা শাখার কমিটি গঠন কল্পে আলোচনা সভা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শফিকের মরদেহ ৫৯ দিন পর কবর থেকে উত্তোলণ নকলায় গরুচুরি বৃদ্ধিতে আতঙ্কে কৃষক! টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন নকলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জুয়েল মিয়াকে পদায়ন নালিতাবাড়ীতে উইন ২০৭ ধান’র নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নকলা স্ববল প্রজেক্ট’র স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা

স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট : সেন্তোষ আইটি টিম চ্যাম্পিয়ন, রানার্সআপ ইলিভেন স্টার

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৯১ বার পঠিত

মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেরপুরের নকলায় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সেন্তোষ আইটি টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এই খেলায় সেন্তোষ আইটি টিম টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ওভারে ১১৭ রান করে। জবাবে ইলিভেন স্টার জয়ের লক্ষে মাঠে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ৮০ রান করে। এতে সেন্তোষ আইটি টিম ৩৮ রানে জয়লাভ করে।

ক্রীড়ামোদী তৌহিদুল আলম রাসেলের সঞ্চালনায় এ ফাইনাল খেলাটি পরিচালনা করেন এম.এফ জামান ফারুক ও আহাসানুল হক পাপ্পু। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন সেন্তোষ আইটি টিমের সজিব হাসান এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ইলিভেন স্টার টিমের মোহন মিয়া।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শেষে এক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন বোরহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর তোতা মিয়া প্রমুখ।

সবশেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কসহ দলের অন্যান্য খেলোয়াড়দের হাতে ৩২ ইঞ্চি এলইডি নতুন টেলিভিশন, রানার্সআপ দলের অধিনায়কসহ দলের অন্যান্য খেলোয়াড়দের হাতে ২৪ ইঞ্চি এলইডি নতুন টেলিভিশন তুলে দেওয়া হয়। এছাড়া ম্যান অব দ্যা টুর্নামেন্ট, ম্যান অব দ্যা ম্যাচ খেলোয়াড়দ্বয়সহ দুই দলের সকল খেলোয়াড়দের মাঝে মেডেল প্রদান করা হয়।

খেলার আয়োজক হিসেবে গুরুদায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান মিলন, শাহাদাত সজল, মো. হাসান, শাহারিয়া পারভেজ হিমেল ও মমিনুল ইসলামসহ এলাকার অনেক তরুণ ক্রীড়ামোদী।

‘মাদক ছেড়ে খেলতে চল, খেলায় আছে অনেক বল’-এ স্লোগানকে সামনে রেখে ২৫ ফেব্রুয়ারি নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। এই টুর্নামেন্টে উপজেলার ১২টি দল অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।