স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, উন্নয়ন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
র্যালীটি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় এ আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও ভবিষ্যত পরিকল্পনা তুলেধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তাসহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়ন শীল দেশে উত্তরণ উৎদযাপন উপলক্ষে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় প্রদর্শিত স্টল সমূহ পরিদর্শন করেন। উন্নয়ন মেলায় নিজ দপ্তরের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার ক্ষেত্রে বিচারকগনের রায়ে প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, দ্বিতীয় স্থান অর্জন করে উপজেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরে মেলায় প্রদর্শীত স্টলের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দপ্তর প্রধানগনের হাতে উদ্দীপণা পুরষ্কার তুলে দেওয়া হয়।
এদিন সন্ধ্যায় মুজিব শতবর্ষ মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিল্পী ও স্থানীয় শিল্পীরা মনোমুগ্ধকর নাচ, গান উপস্থাপন করেন।