শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়।
এদিন সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এসময় শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য কুচকাওয়াজে শেরপুর জেলার পুলিশ দল, আনসার দল, ফায়ার সার্ভিস দল, জেলা স্কাউট দল এবং শেরপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী দলের অংশগ্রহণে কুচকাওয়াজ প্যারাডের অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ও পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী। পরে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় পুনাক সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়াসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা দিবস কুচকাওয়াজে প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর পুলিশ লাইনস্ এর আরআই বিরাজ চন্দ্র সরকার।
পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার নূরুল ইসলাম হিরো, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ.জেট মুর্শেদ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন। রাতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।