শেরপুরের নকলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসত ও বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮.৩০ মিনিটে নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন এর উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুলিশ ও আনসার ভিডিপি এবং শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান।
এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মনসুর, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ,স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনিপেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ।
দিবসটি উপলক্ষে দেশ ও জাতির অগ্রগতি কামনাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত বা প্রার্থনা করা হয়। হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ, উপজেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা সংসদ এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় মুজিব শতবর্ষ মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।