শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে ও শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এর অংশ হিসেবে শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান-এঁর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এদিকে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি খোরশেদ আলম শ্যামলের নেতৃত্বে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল শহীদদের স্মরণে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে ও পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
এছাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত ও আয়োজিত প্রতিটি কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, বাংলাদেশ আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক ও নকলা পৌর সভার মেয়র হাফিজুর রহমান লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ.এম কারুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পৌরসভায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগের কর্মকর্তা ও সদস্যগন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন, উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।