শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা থেকে ফারহানা (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ফারহানার শুয়ার কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা চকবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। ফরহানা ওই গ্রামের ফজলুল হকের মেয়ে।
ফারহানার পিতা ফজলুল হক জানান, বৃহস্পতিবার রাতে ফারহানা তার শুয়ার কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে রাতে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলে ঘরের ভিতর থেকে কোন সাড়া শব্দ পাওয়া যায় না। এসময় জানালা দিয়ে ফারহানাকে ঘরের আড়ার (ধরনার) সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। শ্রীবরদী থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান। তবে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার কারন জানা সম্ভব হয়নি।