শেরপুরের নকলা উপজেলায় তৃতীয় কাব ক্যাম্পুরী-২০২২ এর মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। ‘কাবিং করি, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহা তাবু জলসার মাধ্যমে এ কাব ক্যাম্পুরী শেষ হয়।
এ উপলক্ষে, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে মহা তাবু জলসা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
এছাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা পার্থ সাহা, ডেপুটি ক্যাম্প চিফ আবুল হোসেন খান (গবেষণা মূল্যায়ন), প্রশিক্ষক জামালপুরের সরিষাবাড়ি উপজেলার শেফালী খাতুন ও শেরপুর প্রাথমিক শিক্ষক ইন্সটিটিউট (পিটিআই)-এর সুপার আবুল কালাম আজাদসহ অনেকে।
এসময় যুক্তরাজ্য (টক) বাম এন্ডি শেফচিক ব্রিটিশ কাউন্সিলের এক প্রশিক্ষকসহ অন্যান্য প্রশিক্ষকগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সহকারী শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক-সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সাধারন সম্পাদক হিসেবে কাব ক্যাম্পুরী অনুষ্ঠান সফলতার সহিত সম্পন্ন করতের গুরু দ্বায়িত্ব পালন করেন নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক। তিনদিনের এই কাব ক্যাম্পুরী অনুষ্ঠানের মহা তাবু জলসার বা প্রশিক্ষণ শেষে কাব স্কাউট ও প্রশিক্ষকদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ৩ দিনে মোট ৯টি উল্লাস প্রশিক্ষণ কোর্সে অংশ নেয় কাব স্কাউট সদস্যবৃন্দ। কাব ক্যাম্পুরী-২০২২ শুরু হয় মঙ্গলবার (২২ মার্চ) এবং বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে রাতে এই কাব ক্যাম্পুরী অনুষ্ঠানের পর্দা নামে।