শেরপুর জেলার নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন নামে আরও দুই সূর্য্য সন্তান মারা গেছেন; ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চৌধুরী উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের মৃত ফজলুল হক চৌধুরীর ছেলে এবং বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বারারচর গ্রামের মৃত বাহার আলীর ছেলে।
বীর মুক্তিযোদ্ধা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বিকেল ৩টায় পুলিশের চৌকস একটি দল গার্ড অব অনার প্রদান করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান মরহুমের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
মরহুমের চাচাতো ভাই হাবিবুল হক চৌধুরী (চন্দন চৌধুরী) জানান, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মরহুমের যানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। তিনি মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চৌধুরীর মুক্তিযোদ্ধা গেজেট তালিকা নম্বর ১০১০, লাল মুক্তিবার্তা তালিকা নম্বর ০১১৪০৩০২৫৮, কল্যাণ ট্রাস্ট তালিকা নম্বর ১৫৬৭০।
অন্যদিকে, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন বার্ধক্য জনিত কারনে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বিকেলে পুলিশের চৌকস একটি দল গার্ড অব অনার প্রদান করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মরহুমের যানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তিনি মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও একমাত্র মৃত ছেলের স্ত্রী ও ছেলের ঘরের নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের মুক্তিযোদ্ধা গেজেট তালিকা নম্বর ১০৭৩, কল্যাণ ট্রাস্ট তালিকা নম্বর ২০৩৮ (বই-২)।
এ দুই বীর মুক্তিযোদ্ধাগনের মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহামম্দ বোরহান উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মুুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.এস.এম নুরুল ইসলাম হিরো, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চরঅষ্টধর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎসহ কমিটির অন্যান্যরা, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপনসহ কমিটির অন্যান্যরা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্যরা, চন্দ্রকোনা ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ অন্যান্যরা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি খোরশেদ আলম শ্যামলসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশ করেছন। তাঁরা মরহুদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।